এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

আর্জেন্টিনার বছরের শেষ ম্যাচটা হতে যাচ্ছে অ্যাঙ্গোলার মাটিতে। কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন না আতলেতিকো মাদ্রিদের তিন ফুটবলার – হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমিওনে আর নাহুয়েল মোলিনা। কারণটা শুনলে অবাক হবেন – তারা ভ্যাকসিন নেননি!
আগামী শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু আফ্রিকার এই দেশে ঢোকার আগে ইয়োলো ফিভারের ভ্যাকসিন বাধ্যতামূলক। দক্ষিণ আমেরিকার কিছু দেশেও একই নিয়ম। আলভারেস, সিমিওনে আর মোলিনা সময়মতো ভ্যাকসিন নিতে পারেননি। তাই সোমবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
এর আগে ডান হাঁটুর চোটে ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। গত বৃহস্পতিবার ঘোষিত ২৪ সদস্যের দলে তিনি ছিলেন।
তবে দলে নতুন মুখও এসেছে! ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন মাক আলিস্তের ও লিসান্দ্রো মার্তিনেস, আর উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। এদের মধ্যে কেভিনের অভিষেক হতে পারে এই ম্যাচে। মজার ব্যাপার, তিনি মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের ভাই!