এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবার জানিয়ে দিলেন তাঁর ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি খুব সন্নিকটে। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দিয়ে সবাইকে কাঁদানোর পালা শুরু করেছেন। আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপকেই তিনি নিজের শেষ বিশ্বকাপ টুর্নামেন্ট বলে উল্লেখ করেছেন।
২৫ বছরের টগবগে ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন রোনালদো। তিনি স্পষ্টই বলেছেন, 'আমি এখনকার মুহূর্তগুলো উপভোগ করছি। গোল করছি, নিজেকে দ্রুত ও তীক্ষ্ণ অনুভব করছি। কিন্তু আমি খুব দ্রুতই অবসর নেব...'
এরপর হাসতে হাসতে যোগ করেন, 'দশ বছরের মধ্যে নয়! মজা করলাম। সত্যি বলছি, আমি খুব শিগগিরই অবসর নেব। গত ২৫ বছর আমি ফুটবলের জন্য সবকিছু দিয়েছি। সম্ভবত আর মাত্র এক বা দুই বছর। এটা নিশ্চিত, ২০২৬ বিশ্বকাপই হবে আমার শেষ বিশ্বকাপ।'
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক রোনালদো। তাঁর ট্রফির আলমারিতে ক্যারিয়ারে পাওয়া সম্ভাব্য প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ শিরোপাই জায়গা করে নিয়েছে। শুধু একটি ট্রফি এখনও ধরা দেয়নি – সেই কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ।
২০২৬ সালের বিশ্বকাপ আসরেই কি তাঁর সেই স্বপ্নপূরণ হবে? নাকি অপূর্ণ স্বপ্ন নিয়েই বিদায় নেবেন ফুটবল রাজপুত্র? এ নিয়ে উত্তেজনা আর আগ্রহের শেষ নেই ভক্তদের মধ্যে। অন্যদিকে, পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়েও দেখার লক্ষ্য রয়েছে তাঁর। সেই ঐতিহাসিক সীমা থেকে তিনি এখন মাত্র ৪৭ গোল দূরে। হয়তো বা সেই মাইলফলক স্পর্শ করেই ফুটবলকে চিরবিদায় জানাবেন এই লিজেন্ড।