ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ | ৩০ কার্তিক ১৪৩২
Logo
logo

দুনিয়ায় হৈচৈ: আমিরাতের প্রথম হাইব্রিড কার্গো বিমান ‘হেলি’ উড়ল চমকে গেল বিশ্ব!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

দুনিয়ায় হৈচৈ: আমিরাতের প্রথম হাইব্রিড কার্গো বিমান ‘হেলি’ উড়ল চমকে গেল বিশ্ব!

সংযুক্ত আরব আমিরাত তাদেরই তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উন্মোচন করেছে। আবুধাবিতে জমকালো আয়োজনে বিমানটি উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আমিরাতভিত্তিক প্রযুক্তি কোম্পানি লুদ অটোনোমাস তৈরি করেছে এই অত্যাধুনিক কার্গো বিমান, যার নাম রাখা হয়েছে ‘হেলি’। যদিও এটিকে ‘হাইব্রিড’ বলা হচ্ছে, মূলত এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত একটি বিমান।

লুদ অটোনোমাসের প্রধান নির্বাহী মাতার আল মান্নায়েই গালফ নিউজকে জানান, পুরো চার্জে হেলি একটানা ৭০০ কিলোমিটার উড়তে পারে এবং বহন করতে পারে সর্বোচ্চ ২৫০ কেজি মালপত্র।

তার দাবি, দুর্গম এলাকা বা যেখানে বিমান ওঠানামার অবকাঠামো সীমিত— এমন জায়গায় হেলি প্রচলিত জ্বালানি-চালিত কার্গো বিমানের তুলনায় অনেক বেশি দ্রুত, দক্ষ এবং নির্ভরযোগ্য।

মাতার আল মান্নায়েই বলেন, “আমাদের বড় চ্যালেঞ্জ ছিল এমন একটি বৈদ্যুতিক বিমান তৈরি করা, যেটি দীর্ঘপথ একটানা উড়তে পারবে। কারণ সাধারণ ইভি ব্যাটারি নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়, আর মাঝপথে চার্জ করার জায়গাও নাও থাকতে পারে।”

এই চ্যালেঞ্জ মোকাবিলায় হেলির প্রপেলারকে বিশেষ নকশায় তৈরি করা হয়েছে, যাতে গতি ও দক্ষতা দুটোই বাড়ে। এছাড়া এতে রয়েছে একটি জেনারেটর, যা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়— ফলে যাত্রা থেমে যাওয়ার কোনো ভয় থাকে না।

তার ভাষায়, “বিশ্ব যখন দ্রুত বৈদ্যুতিক প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে হেলি আমাদের জন্য এক বড় মাইলফলক।”