এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

স্পোর্টস ডেস্ক: গামিনী ডি সিলভা বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত-সমালোচিত নাম। মিরপুর শের-ই-বাংলায় তার আধিপত্য তো নতুন কিছু নয়। কিন্তু কিউরেটর হিসেবে বাংলাদেশে গামিনীর অধ্যায় শেষ! ১৬ বছরের সম্পর্ক ভেঙে দেশে ফিরে যাওয়ার আগে ‘ডেইলি ক্রিকেট’কে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন এই শ্রীলঙ্কান। সেখানেই খুলে বলেছেন অনেক জানা-অজানা কথা।
গুঞ্জন ছিল, মিরপুরে চলে গামিনীর রাজত্ব। তিনি খেয়ালখুশি মতো উইকেট বানান। যা নিয়ে প্রতিনিয়ত সমালোচনা। কিন্তু গামিনী বললেন উল্টো কথা—প্রতিপক্ষের সুবিধা নয়, হোম টিমের কথা চিন্তা করেই উইকেট তৈরি করেছেন, আর সেটা ম্যানেজমেন্টের নির্দেশে।
গামিনী বলেন, ‘আমাকে তো করতেই হতো এটা। কারণ আপনি যেমন বললেন, এটা আমার বাবার সম্পত্তি নয়। প্রতিপক্ষের সুবিধার কথা চিন্তা না করে হোম টিমের সুবিধার জন্য বানানো (উইকেট)।’
ক্রিকেটাররা যেমন উইকেট চেয়েছে, তেমনই দেওয়ার চেষ্টা করেছেন গামিনী। ম্যানেজমেন্টের চাওয়াকেই সবসময় প্রাধান্য দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
গামিনী বলেন, ‘আপনি জানেন, উইকেট অনুরোধ অনুযায়ী তৈরি করা হয়। সেটা ম্যাচ, অনুশীলন কিংবা যেকোনো পরিস্থিতিতে হোক। ম্যাচের জন্য যেমন দরকার তেমনই করা হয়।
তারা যদি ঘাসসহ বাউন্সি উইকেট চায়, তেমনই করে দিয়েছি। যখন বিদেশ সফরে যায়, তখন তারা ভিন্ন উইকেট পায়। তাই বিদেশ সফরের আগে আমি সেই অনুযায়ীই উইকেট তৈরি করে দিয়েছি।’