ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

ইরানে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি; বার্তা দিলেন সর্বোচ্চ নেতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২২, ০২:০৮ পিএম

ইরানে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি; বার্তা দিলেন সর্বোচ্চ নেতা

ইরানে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি; বার্তা দিলেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন স্থানে বন্যায় এ পর্যন্ত অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। আর্থিক ক্ষতিও হয়েছে ব্যাপক।

এ অবস্থায় শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি এক বার্তায় বলেছেন, 'বন্যায় দেশের কিছু প্রিয় মানুষ মারা গেছেন, অনেকেই আর্থিক ও মানসিক দিক থেকে ক্ষতির শিকার হয়েছেন। আমি তাদের সবার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।'

ঐ বার্তায় আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেছেন, 'বন্যা কবলিত এলাকাগুলোতে দ্রুত উপস্থিত হয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কর্মকর্তা ও ত্রাণ সংস্থাগুলোকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর পছন্দনীয় এসব পদক্ষেপ ও চেষ্টা অব্যাহত রাখা সবারই দায়িত্ব। আল্লাহর কাছে সবার সাফল্য কামনা করছি।'

আকর্ষিক বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশজুড়ে বন্যা কবলিত এলাকাগুলোতে ব্যাপক ত্রাণ তৎপরতা চলছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে