ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

জাজিরায় সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২২, ১১:০৮ পিএম

জাজিরায় সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

জাজিরায় সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

জাজিরায় সার মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল এ জরিমানা করেন। 

ডুবিসায়বর (কাজির হাটের)  সার ব্যবসায়ীর নাম মোঃ সোহেল মাদবর। তিনি জাজিরা উপজেলার সেনেরচর দক্ষিণকান্দি গ্রামের আজগর আলী মাদবরের ছেলে।ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, উপজেলার ডুবিসায়বর এলাকায় সোহেল মাদবর অবৈধভাবে ৪০০ বস্তা ইউরিয়া সার মজুত করার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।