ঢাকা, রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ড্রোন হামলার পর সরাসরি কাদিরভের হুঙ্কার! সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি চেচেন বাহিনীর!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

ড্রোন হামলার পর সরাসরি কাদিরভের হুঙ্কার! সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি চেচেন বাহিনীর!

রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচেনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ড্রোন হামলার ঘটনার পর এবার সরাসরি ইউক্রেনকে সতর্ক করে দিলেন অঞ্চলের প্রধান রমজান কাদিরভ।

চেচেন নেতা কাদিরভ তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, গ্রোজনির একটি বহুতল ভবনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে।

তিনি আরও কঠোর ভাষায় বলেছেন, "শনিবার থেকে শুরু করে আগামী সপ্তাহজুড়ে, ইউক্রেনীয় নব্য-নাৎসিরা আমাদের কঠোর প্রতিক্রিয়া অনুভব করবে। তবে তাদের হামলার বিপরীতে, আমরা কাপুরুষের মতো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাব না। আমাদের আক্রমণগুলো ইউক্রেনীয় নব্য-নাৎসিদের সামরিক এবং সন্ত্রাসী অবকাঠামোর লক্ষ্যবস্তুতে হবে।"

কাদিরভের মতে, গ্রোজনির শহরতলিতে বহুতল ভবনের ওপর এই ধরনের আক্রমণ কৌশলগত দৃষ্টিকোণ থেকে 'একেবারেই অর্থহীন'।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ইউক্রেন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনি সিটি কম্পাউন্ডে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছিল। এর ফলে ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেদিনের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।