এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম

ভারতের নতুন সেনসেশন যশস্বী জয়সওয়াল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতানোর পরদিনই দিলেন দারুণ খবর! তিনি মুম্বাইয়ের হয়ে বাকি সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলবেন বলে নিশ্চিত করেছেন। ক্রিকবাজের খবর অনুযায়ী, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, যশস্বী নকআউট পর্বে খেলার জন্য রাজি হয়ে গেছেন। এতে মুম্বাই দল আরও শক্তিশালী হয়ে উঠবে।
বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ জিতিয়ে যশস্বী খেলেছেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। ১২১ বলে ১২ চার ও ২ ছক্কা মেরে ওডিআইতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে রান পাননি, কিন্তু ফাইনালে এসে একাই ম্যাচ শেষ করে দিয়েছেন।
যশস্বী জয়সওয়াল মুম্বাইয়ের বাকি SMAT ম্যাচে খেলবেন নিশ্চিত
সৈয়দ মুশতাক আলী ট্রফির সুপার লিগ ও ফাইনাল হবে পুনেতে, ১২ থেকে ১৮ ডিসেম্বর। এই নকআউট পর্বে যশস্বী মুম্বাইয়ের হয়ে খেলবেন বলে রবিবার (৭ ডিসেম্বর) ক্রিকবাজকে নিশ্চিত করেছে মুম্বাই অ্যাসোসিয়েশন।
২৩ বছরের যশস্বী সর্বশেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের হয়ে ঝড় তুলতে ফিরছেন তিনি।
“সুপার লিগের জন্য যশস্বী নিজেকে উপলব্ধ রেখেছেন,” বলেছেন মুম্বাই অ্যাসোসিয়েশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
যশস্বীর আগের SMAT রেকর্ড আর অনুপস্থিতি
SMAT-এ যশস্বীর রেকর্ড বেশ দারুণ। ২৮ ম্যাচে করেছেন ৬৪৮ রান, স্ট্রাইক রেট ১৩৬.৪২, তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে।
২০২৩-২৪ মরশুমে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিলেন, গত আসরে ভারতীয় দলের ব্যস্ততার জন্য খেলতে পারেননি।
মুম্বাইয়ের হয়ে এবার ওপেনিংয়ে আছেন অজিঙ্কা রাহানে ও আয়ুশ মহাত্রে। আয়ুশ এবার দুটো সেঞ্চুরি মেরে ৩২৫ রান করে শীর্ষে আছেন।
রোহিত শর্মাও মুম্বাইয়ের পরের রাউন্ডে যোগ দিতে পারেন
সুপার লিগে সূর্যকুমার যাদব, শিবম দুবে খেলবেন না কারণ তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ডিসেম্বর থেকে কটকের টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে খেলবেন। আয়ুশ মহাত্রেও থাকবেন না, তিনি ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের অধিনায়কত্ব করবেন।
তবে বড় সুখবর, রোহিত শর্মা পরের রাউন্ডে মুম্বাইয়ের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন। ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিলেও দেশীয় টি-টোয়েন্টিতে ফিরতে চান হিটম্যান। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ আইপিএলের কোয়ালিফায়ার-২ এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।