ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১
Logo
logo

পরমাণু সমঝোতা: দ্বিতীয়বারের মতো ইইউকে জবাব দিল ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৯ পিএম

পরমাণু সমঝোতা: দ্বিতীয়বারের মতো ইইউকে জবাব দিল ইরান

পরমাণু সমঝোতা: দ্বিতীয়বারের মতো ইইউকে জবাব দিল ইরান

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রস্তাবিত খসড়া চুক্তির ব্যাপারে ইরান দ্বিতীয়বারের মতো তার জবাব দিয়েছে। এর আগে ইইউ’র প্রস্তাবিত খসড়া একবার ইরান পর্যালোচনা করে দেয়ার পর আমেরিকা তার জবাব দেয়। ইইউর পক্ষ থেকে সেই জবাব আবার ইরানের সামনে তুলে ধরা হয় এবং বৃহস্পতিবার রাতে তেহরান দ্বিতীয়বারের মতো ওই খসড়ার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সকালে) এ তথ্য জানিয়ে বলেন, আমেরিকার প্রতিক্রিয়া হাতে পাওয়ার পর ইরানের বিশেষজ্ঞ দল সেটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছে। বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা শেষে গতরাতে ইরানের জবাব ইইউ’র কাছে পাঠানো হয়েছে।

কানয়ানি আরো বলেন, ইরানের পক্ষ থেকে যে জবাব পাঠানো হয়েছে তাতে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের মানসিকতা নিয়েই ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মাধ্যমে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা এনেছিল। কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। ফলে ইরানের ওপর নিষেধাজ্ঞা  পুনর্বহাল করে ওয়াশিংটন এবং পরমাণু সমঝোতা মুখ থুবড়ে পড়ে।

সেই সমঝোতাকে আবার কার্যকর করে আমেরিকাকে এটির অন্তর্ভুক্ত করতে গত বছরের এপ্রিল থেকে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনা চলছে। সর্বশেষ গত ৪ থেকে ৮ আগস্ট ভিয়েনায় যে আলোচনা হয় সেখানে ইইউর পক্ষ থেকে একটি খসড়া চুক্তি তুলে ধরা হয়। সেই খসড়ার ব্যাপারে বৃহস্পতিবার রাতে ইরান দ্বিতীয়বারের মতো নিজের জবাব তুলে ধরল।খবার পার্সটুডে/এনবিএস/২০২২/একে