ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে সীমারেখা মানে না ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৯ পিএম

পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে সীমারেখা মানে না ইরান

পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে সীমারেখা মানে না ইরান

 

ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে কোনো সীমারেখা মানবে না তেহরান। বিশেষ করে ইরানের ওপর থেকে ২০২০ সালে জাতিসংঘের প্রায় ১০ বছরব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে এই সহযোগিতা শক্তিশালী করার যথষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে।

ইরান সফররত পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমাদ বাবর সিন্ধুর সঙ্গে এক বৈঠকে একথা বলেন জেনারেল বাকেরি। তিন বলেন, ইরানের ওপর আমেরিকার যে একতরফা নিষেধাজ্ঞা চলছে সামরিক সহযোগিতায় তার কোনো গুরুত্ব নেই।

জেনারেল বাকেরি বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাওয়ায় পাকিস্তানের সঙ্গে ইরানের সামরিক সহযোগিতার পথে আর কোনো বাধা নেই। পাকিস্তানের সঙ্গে ইরানের বিদ্যমান সামরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে জেনারেল বাকেরি  বলেন, এই সহযোগিতাকে আরো গভীর ও সংহত  করতে হবে।

ইরানের সেনাপ্রধান বলেন,  পাকিস্তানের সঙ্গে তার দেশের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলে দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো বেশি শক্তিশালী হবে।

সাক্ষাতে পাক বিমান বাহিনী প্রধান বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্পর্শকাতার ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ইরানের সঙ্গে যৌথ সামিরক মহড়া চালাতে ইচ্ছুক। যৌথ মহড়া চালানোর ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনার জন্য শিগগিরই একটি পাকিস্তানি প্রতিনিধিদল তেহরান সফর করবে বলে জানান মার্শাল বাবর সিন্ধু।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে