ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আশা ত্যাগ করেনি মস্কো: ল্যাভরভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ পিএম

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আশা ত্যাগ করেনি মস্কো: ল্যাভরভ

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আশা ত্যাগ করেনি মস্কো: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার আশা মস্কো কখনও পরিত্যাগ করেনি; তবে রাশিয়া বিশ্বাস করে আলোচনায় বসতে যত দেরি হবে তা থেকে সুফল পাওয়া তত বেশি দুরূহ হয়ে পড়বে।

রাশিয়ার নিউজ চ্যানেল ‘রোসিয়া-১’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান ল্যাভরভ। তিনি বলেন, যুদ্ধরত পক্ষগুলো যত দ্রুত আলোচনায় বসে তত মঙ্গল। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভের একটি বিশাল অঞ্চল দেশটির সেনাবাহিনী রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করার পর ল্যাভরভের এ বক্তব্য প্রকাশিত হলো।মস্কো অবশ্য খারকিভে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ইউক্রেনের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করিনি এবং আলোচনার আশা ছেড়েও দেইনি।” তিনি কিয়েভের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত করে আরো বলেন, “তবে যারা আলোচনা প্রত্যাখ্যান করেছে তাদের বোঝা উচিত আলোচনায় বসতে যত দেরি হবে তা থেকে সুফল পাওয়া তত বেশি দুরূহ হয়ে পড়বে।”

সের্গেই ল্যাভরভ দাবি করেন, আলোচনার ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে একই নীতি-অবস্থান ঘোষণা করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই কিয়েভ ও মস্কো তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা শুরু করেছিল।কিন্তু দু’দেশের কেউই নিজের অবস্থান থেকে সরে আসতে না চাইলে মার্চ মাসেই তা বন্ধ হয়ে যায়। বিগত কয়েক মাসে দু’পক্ষের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়নি।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে