ঢাকা, বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
Logo
logo

ইমরানের বিমান ফিরল মাঝ আকাশ থেকেই! বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ পিএম

ইমরানের বিমান ফিরল মাঝ আকাশ থেকেই! বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

ইমরানের বিমান ফিরল মাঝ আকাশ থেকেই! বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ (Emergency landing) করতে হল একটি পাক বিমানকে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বিমানে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ইমরান সহ বিমানে থাকা বাকি যাত্রীরা।
জানা গেছে, শনিবার পাকিস্তানের গুজরানওয়ালায় সভা করতে যাচ্ছিলেন ইমরান। একটি বিশেষ বিমানে চেপে রওনা দিয়েছিলেন তিনি। তবে বিমানটি আকাশে ওড়ার পরেই তাতে যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের।
তৎক্ষনাৎ বিমানটি জরুরি অবতরণ করার অনুমতি চান তিনি। বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে অনুমতি মেলার পরেই দ্রুত ইসলামাবাদে ফিরিয়ে আনা হয় বিমানটিকে। ফলে বড়সড় বিপদের থেকে রক্ষা পান ইমরান।
পাকিস্তানের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের অনুযায়ী, বিমান ফিরে আসার পরে সড়ক পথেই সভাস্থলের দিকে যান ইমরান। এমনিতেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি টলমলে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইমরানকে এক প্রকার গৃহবন্ধি করে রাখা হয়েছে। তবে শনিবার এই বিমানের যান্ত্রিক গোলযোগের পেছনে কোনও রাজনৈতিক কারণ আছে তা স্পষ্ট নয়।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে