ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

কোনো শক্তির নয় বরং জাতিগুলোর হয়ে জাতিসংঘের কাজ করা উচিত: রায়িসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম

কোনো শক্তির নয় বরং জাতিগুলোর হয়ে জাতিসংঘের কাজ করা উচিত: রায়িসি

কোনো শক্তির নয় বরং জাতিগুলোর হয়ে জাতিসংঘের কাজ করা উচিত: রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জাতিসংঘের উচিত কোন শক্তির প্রতিনিধি না হয়ে বরং জাতিগুলোর প্রতিনিধি হওয়া। একই সঙ্গে তিনি বিভিন্ন আঞ্চলিক সংকট সংলাপের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রায়িসি। নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এ বৈঠক করেন।

তিনি বলেন, বিশ্ব এ সংস্থার সত্যিকার অর্থেই বিভিন্ন জাতির প্রতিনিধিত্ব করা উচিত, কোনো শক্তির নয়।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের চলমান সংকটের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, এসব সংকট কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যকার সংকট তারা বিপক্ষীয়ভাবে সমাধান করবে- ইরান এই বিষয়টিকেই সমর্থন করে।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের আরো আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখা উচিত। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর ধ্বংসাত্মক সামরিক উপস্থিতির কথা উল্লেখ করেন। তিনি সুস্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ন্যাটো জোটের উপস্থিতি যুদ্ধ, ধ্বংস, দখলদারিত্ব এবং হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই দিতে পারেনি।

খবর পার্সটুডে/ ন/এনবিএস/২০২২/একে