ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

ইসরাইল নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করবে আমিরাতের কাছে: রিপোর্ট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম

ইসরাইল নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করবে আমিরাতের কাছে: রিপোর্ট

ইসরাইল নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করবে আমিরাতের কাছে: রিপোর্ট

ইহুদিবাদী ইসরাইল সংযুক্ত আরব আমিরাতের কাছে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম।

একটি খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল সংযুক্ত আরব আমিরাতের কাছে রাফায়েল নির্মিত স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতে রাজি হয়েছে। ওই খবরে যাবে দাবি করা হয়, স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেলে আরব আমিরাত ড্রোন হামলা প্রতিহত করতে পারবে। চলতি বছরের প্রথম দিকে আরব আমিরাতের রাজধানী আবুধাবির ওপর হামলা হয়েছিল।

ইসরাইলের তৈরি স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র,  ড্রোন ও হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে কি ধরনের চুক্তি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়নি। ইসরাইল কতগুলো ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে এবং এরইমধ্যে আমিরাতকে ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হয়েছে কিনা তাও পরিষ্কার নয়।

গত মঙ্গলবার এ বিষয়ে ইসরাইলের সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান রাম বেন বারাককে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নি।

খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে