ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


মোঃ বাহার উদ্দিন রামগড়   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২২, ১০:১০ পিএম

রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়ির রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।  বুধবার (১২ অক্টোবর) টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক রামগড় উপজেলা পরিষদকে ৩-০ গোলে পরাজিত করেছে কক্সবাজারের শেখ জামাল ক্লাব। রামগড় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও রামগড় পৌরসভার সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টেরর আয়োজন করে।
বুধবার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরি অপু।  রামগড় উপজেলা নির্বাহি অফিসার খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৪৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মো: হাফিজুর রহমান, রামগড় উপজেলা চেয়ারম্যান  বিশ্ব প্রদীপ কুমার কারবারী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি ফজলুল করিম সাঈদী,  খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের  সাবেক সদস্য  জুয়েল চাকমা,  রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার প্রমুখ।

উদ্বোধনী খেলায় রামগড় উপজেলা পরিষদ একাদশ ও কক্সবাজারের শেখ জামাল ক্লাব অংশ নেয়। খেলার  প্রথমার্ধে  গোলশুণ্যভাবে সমাপ্ত হলেও দ্বিতীয়ার্ধে  শেখ জামাল ক্লাব রামগড় উপজেলা পরিষদ একাদশকে পর পর  ৩টি গোল  দিয়ে ৩-০ গোলে জয়ী হয়। দুটি দলেই দেশী- বিদেশী খেলোয়াররা অংশ নেন।

আয়োজকরা জানান, এ টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা ছাড়াও দেশের  বিভিন্ন স্থানের মোট ১২ দল অংশ নিচ্ছে।