ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

'বিজেপি সরকারের অধীনে আপেল চাষীরা পুরোপুরি শোষিত হচ্ছে'


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২২, ১১:১০ পিএম

'বিজেপি সরকারের অধীনে আপেল চাষীরা পুরোপুরি শোষিত হচ্ছে'

'বিজেপি সরকারের অধীনে আপেল চাষীরা পুরোপুরি শোষিত হচ্ছে'

ভারতের হিমাচল প্রদেশের কংগ্রেস নেতা ও দলটির জাতীয় মুখপাত্র কুলদীপ সিং রাঠোর বলেছেন, বিজেপি সরকারের অধীনে আপেল চাষীরা সম্পূর্ণ শোষিত হচ্ছে। প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধু গৌতম আদানি প্রতি কেজি ৭০/৭২ টাকায় আপেল কেনেন এবং তা প্রতি কেজি ২৫০/৩০০ টাকায় বিক্রি করেন।

বিজেপিশাসিত হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া কংগ্রেস নেতা কুলদীপ সিং রাঠোর এভাবে আজ গণমাধ্যমে দেওয়া  সাক্ষাৎকারে বিজেপিকে নিশানা করেছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আপেল শিল্পকে উপেক্ষা করার অভিযোগ করেছেন। তিনি বলেন, হিমাচল প্রদেশের যেসব এলাকায় আপেল চাষ বেশি হয়, সেগুলোকে সরকার উপেক্ষা করেছে। 

৬৮ টি বিধানসভা আসন সমন্বিত হিমাচল প্রদেশে আগামী ১২ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। তিনি বলেন, রাজ্যে আপেল শিল্পের মূল্য ৫ হাজার কোটি টাকা, যা কর্মসংস্থানও তৈরি করে এবং রাজ্যের অর্থনীতিকেও শক্তিশালী করে। মহামারী চলাকালীন এটিই একমাত্র উপায় ছিল এবং এটিতে প্রয়োজনীয় মনোযোগ দেওয়া হয়নি। বর্তমান সরকার আপেল চাষিদের  ব্যবহৃত কীটনাশকের ওপর ভর্তুকি দেওয়া বন্ধ করেছে। অ্যাপলের কার্টনে এখন ১৮ শতাংশ ‘জিএসটি’ (পণ্য ও পরিসেবা কর) লাগছে।   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিবৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘হিমাচলী আপেলকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে আসা আপেলের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল, যা হয়নি৷ একই সময়ে, পেপসি-কোলা পানীয়তে আপেলের রস যোগ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এটা একটা বড় কৌতুক ছিল। এই সংস্থাগুলোর নিজস্ব ফর্মুলেশন রয়েছে, কেন তারা আপেলের রস যোগ করবে?’   

কুলদীপ সিং রাঠোর বলেন, ‘জয় রাম ঠাকুর সরকারের বিরুদ্ধে ক্ষমতাবিরোধী ঢেউ রয়েছে। মুল্য বৃদ্ধি হচ্ছে। উন্নয়ন থমকে আছে। বেকারত্ব বেশি এবং অর্থনীতি খারাপ অবস্থায় রয়েছে। আমরা এই বিষয়গুলো দেখব। গত বছর আমরা যখন চারটি উপনির্বাচনে জিতেছিলাম, তখন আমি পিসিসি (প্রদেশ কংগ্রেস কমিটি) সভাপতি ছিলাম। সুতরাং, আমি জানি কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হয় এবং তাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে এমন সমস্যাগুলো উত্থাপন করতে হয়।’

অনেক দিনের রাজনৈতিক ক্যারিয়ার থাকা সত্ত্বেও কুলদীপ সিং রাঠোর প্রথমবার নির্বাচনী ময়দানে নামতে চলেছেন। তিনি হিমাচল প্রদেশ কংগ্রেসের সভাপতিও ছিলেন। তিনি থিওগ নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা রাজ্যের আপেল বেল্ট এবং আপেল চাষীদের প্রতিবাদের কেন্দ্র যা রাজ্যকে কাঁপিয়ে দিয়েছে।  

অন্যদিকে, আজ (রোববার) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা জয়রাম ঠাকুর বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবেই জয়ের অঙ্ক হবে  রেকর্ড ভাঙা। তিনি আজ কেওলিধরে আয়োজিত ‘এসসি’ মোর্চার সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে