ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

গুজরাটের ভদোদরায় সাম্প্রদায়িক সহিংসতা: পাথর নিক্ষেপ, রাস্তার আলো বন্ধ করে পোড়ানো হল গাড়ি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২২, ০৫:১০ পিএম

গুজরাটের ভদোদরায় সাম্প্রদায়িক সহিংসতা: পাথর নিক্ষেপ, রাস্তার আলো বন্ধ করে পোড়ানো হল গাড়ি

গুজরাটের ভদোদরায় সাম্প্রদায়িক সহিংসতা: পাথর নিক্ষেপ, রাস্তার আলো বন্ধ করে পোড়ানো হল গাড়ি

ভারতে বিজেপিশাসিত গুজরাটের ভদোদরায় দেওয়ালি উৎসবের রাতে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হয়েছে। গতকাল (সোমবার) দিবাগত রাত ১টার দিকে নগরীর পানিঘাট এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় তুমুল পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তরা এ সময়ে বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দাঙ্গাকারীরা পুলিশ অফিসারকে লক্ষ্য করে পেট্রোল বোমাও ছুঁড়ে মারে। যদিও পুলিশ ওই হামলা এড়াতে সমর্থ হয়েছে। ওই ঘটনার আগে দাঙ্গাকারীরা এলাকার রাস্তার আলো নিভিয়ে দিয়েছিল যাতে তাদের চিহ্নিত করা না যায়। আজ (মঙ্গলবার) সকালে পুলিশ ১৯ জন দাঙ্গাবাজকে আটক করেছে। যারা গাড়িতে আগুন দিয়েছে এলাকার সিসিটিভি ফুটেজের সাহায্যে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।    

পুলিশ সুত্রে প্রকাশ,  সোমবার রাতে দীপাবলি পুজোর পর পানিগেট মুসলিম মেডিক্যাল কলেজের কাছে পটকা ফাটানো নিয়ে বিবাদ শুরু হয়। এর পর একপক্ষ রাস্তার আলো নিভিয়ে পাথর ছুড়তে থাকে। পরে রাস্তার পাশে রাখা যানবাহন ও বিভিন্ন সরঞ্জাম জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। অন্যদিকে, পুলিশের জোন ৩-এর ডিসিপি যশপাল জগানিয়াকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। সৌভাগ্যক্রমে বোমাটি তার উপর বিস্ফোরিত হয়নি। এরপর পানিগেট মুসলিম মেডিকেল কলেজ থেকে স্বামীনারায়ণ মন্দির পর্যন্ত মোতায়েন করা হয় ভারী পুলিশ বাহিনী।    

ভদোদরার পানিগেট এলাকাকে সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর বলে মনে করা হয়। গণেশ বিসর্জন, তাজিয়ার মতো অনুষ্ঠানে পাথর নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনাও আগে প্রকাশ্যে এসেছে।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে