ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

শস্য রফতানি চুক্তিতে আবার ফিরেছে রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

শস্য রফতানি চুক্তিতে আবার ফিরেছে রাশিয়া

শস্য রফতানি চুক্তিতে আবার ফিরেছে রাশিয়া

রাশিয়া আবারো কৃষ্ণসাগরের করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। তুরস্ক এবং জাতিসংঘ এ বিষয়ে ইউক্রেনের কাছ থেকে লিখিত নিরাপত্তা নিশ্চয়তা নেয়ার পর মস্কো শস্য রফতানি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) একথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া যে খাদ্য রফতানির জন্য নিরাপত্তা করিডোর দিয়েছে তা সামরিক কাজে ব্যবহার করবে না বলে ইউক্রেন নিশ্চয়তা দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “এবারের জন্য এই নিরাপত্তা নিশ্চয়তাকে যথেষ্ট বলে বিবেচনা করছে মস্কো।”

খাদ্য শস্য রফতানির জন্য দেয়া নিরাপত্তা কোরিডোরকে ব্যবহার করে ইউক্রেন গত সপ্তাহে রাশিয়ার সেভাস্তোপোল বন্দরে ড্রোন হামলা চালায়। এরপর রাশিয়া শস্য রফতানির জন্য দেয়া কোরিডোর বন্ধ করে দেয় যার অর্থ হচ্ছে খাদ্য রফতানির চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নিয়েছ। এতে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ আবারো হুমকির মুখে পড়ে। এ অবস্থায় তুরস্ক ইউক্রেনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা নিয়েছে।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে