ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

যারা নিজেদের ইমানদার বলে, তারাই চোর’, হিমাচলের জনসভা থেকে কংগ্রেসকে তোপ মোদীর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

যারা নিজেদের ইমানদার বলে, তারাই চোর’, হিমাচলের জনসভা থেকে কংগ্রেসকে তোপ মোদীর

‘যারা নিজেদের ইমানদার বলে, তারাই চোর’, হিমাচলের জনসভা থেকে কংগ্রেসকে তোপ মোদীর

হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিধানসভা ভোটের প্রচারে গিয়েই বিরোধীদের উদ্দেশে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। একেবারে নাম করেই কটাক্ষ করলেন কংগ্রেসকে (Congress)। বললেন, ‘যারা নিজেদের ইমানদার বলে, তারাই সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত (Corrupt)।’
তিনি বলেন, ‘কংগ্রেসের স্বভাবই হচ্ছে দেশের জনগণকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া৷ ওরা কোনওদিন হিমাচল প্রদেশের উন্নয়নের চেষ্টা করেনি৷ কিন্তু সাধারণ মানুষকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে বিজেপি৷ আগামী ১২ নভেম্বর রাজ্যে ভোট। সেই নির্বাচনই হিমাচলের উন্নয়নের রূপরেখা ঠিক করবে।’
শনিবার হিমাচল প্রদেশের সোলানে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আপনাদের বিজেপি প্রার্থীর নাম মনে রাখতে হবে না৷ শুধু ভোট দেওয়ার সময় মনে রাখবেন ওই পদ্ম প্রতীককে আর আমাকে৷ আপনারা ভোট দেওয়ার সময় যখনই পদ্ম চিহ্নটি দেখবেন, মাথায় রাখবেন, বিজেপি ও নরেন্দ্র মোদী আপনাদের সঙ্গেই থাকবে৷’

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে