ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

ইস্তানবুলে বোমা বিস্ফোরণের পরের দিনই গ্রেফতার এক সন্দেহভাজন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২২, ০৭:১১ পিএম

ইস্তানবুলে বোমা বিস্ফোরণের পরের দিনই গ্রেফতার এক সন্দেহভাজন

ইস্তানবুলে বোমা বিস্ফোরণের পরের দিনই গ্রেফতার এক সন্দেহভাজন


 রবিবার বিকালেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল ইস্তানবুল। মধ্য ইস্তানবুলের তাকসিম এলাকায় বোমা বিস্ফোরণের (Istanbul Street Blast) জেরে প্রাণ হারিয়েছিলেন ৬ জন, আহত হন অন্তত ৮১ জন। ঘটনার ২৪ ঘণ্টা কাটার আগেই বিস্ফোরণ কাণ্ডে এক সন্দেহভাজনকে (suspect) গ্রেফতার (arrest) করল পুলিশ।
সোমবার টুইট করে একথা জানানো হয়েছে ইস্তানবুলের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে। যদিও ধৃতের পরিচয় প্রকাশ করা হয়নি। সে কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা, তাও এখনও জানা যায়নি।
রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠেছিল তাকসিম এলাকার ইস্তিকলাল স্ট্রিট। শহরের ব্যস্ততম রাস্তায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল ৬ জনের। আহত হয়েছেন অন্তত ৮১ জন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 
দুর্ঘটনার সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছিল, বিস্ফোরণের পরেই আতঙ্কে ছুটতে শুরু করেছেন লোকজন। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতেও বেশ কয়েকজন আহত হন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স। ছুটে আসেন সশস্ত্র পুলিশকর্মীরা। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়। বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল।

ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট তায়ইপ এর্দোগান। তিনি জানিয়েচিলেব, খুব শিগগিরই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। যদিও কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। কেন এমন হামলা চালানো হল, তার কারণ এখনও স্পষ্ট নয়। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে