ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

সিরিয়ায় সন্ত্রাসী বোমা হামলায় জীবন দিলেন ইরানি সেনা উপদেষ্টা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২২, ১১:১১ পিএম

সিরিয়ায় সন্ত্রাসী বোমা হামলায় জীবন দিলেন ইরানি সেনা উপদেষ্টা

সিরিয়ায় সন্ত্রাসী বোমা হামলায় জীবন দিলেন ইরানি সেনা উপদেষ্টা

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সন্ত্রাসীদের বোমা হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। রাস্তার পাশে একটি ডিভাইসের সঙ্গে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে তিনি শহীদ হন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, কর্নেল দাউদ জাফারি গতকাল (মঙ্গলবার) সন্ত্রাসী হামলায় শহীদ হন। এ হামলার জন্য ইসরাইলি এজেন্টদের দায়ী করেছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ভুয়া ও অবৈধ ইসরাইলকে এই হত্যাকাণ্ডের জন্য অবশ্যই মূল্য দিতে হবে। কর্নেল জাফরির লাশ কয়দিনের মধ্যে বিমানে করে ইরানে আনা হবে বলেও জানানো হয়েছে। তার জানাজা এবং দাফন অনুষ্ঠান কবে হবে তা পরে ঘোষণা করা হবে।
২০১১ সালে বিদেশী মদদপত্র সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর থেকে ইরান সেখানে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছে। ২০১৭ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরাজয়ে ইরানের এই সহযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে আইআরজিসির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে