ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

নাবলুস শহরে আবার ইসরাইলি আগ্রাসন; এক ফিলিস্তিনি শহীদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২২, ১১:১১ পিএম

নাবলুস শহরে আবার ইসরাইলি আগ্রাসন; এক ফিলিস্তিনি শহীদ

নাবলুস শহরে আবার ইসরাইলি আগ্রাসন; এক ফিলিস্তিনি শহীদ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনাদের আগ্রাসনে এক ফিলিস্তিনি কিশোর শহীদ ও ছয়জন আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ১৬ বছর বয়সী কিশোর আহমাদ আমজাদ শেহাদা শহীদ হয়। ফিলিস্তিনের আরবি ভাষার বার্তা সংস্থা প্যালেস্টাইন আল ইয়াউম এই খবর দিয়েছে।

ইসরাইলের বর্বর সেনারা শেহাদার বুকে গুলি চালায়। এছাড়া ইসরাইলি হামলায় যে ৬ জন আহত হয়েছে তার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

নাবলুস শহরের কাছে ইউসুফ গম্বুজ পরিদর্শনে যাওয়া অবৈধ ইহুদ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়ার নামে ইসরাইলের সেনারা ওই এলাকায় অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদীদের আগ্রাসনে পশ্চিম তীরে অন্তত ২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছে যার মধ্যে ৫৭ জন কিশোর রয়েছে। চলতি মাসের প্রথম দিকে জাতিসংঘ জানিয়েছে, ২০০৫ সালের পর থেকে এ পর্যন্ত ২০২২ সাল হচ্ছে ফিলিস্তিনের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ও প্রাণঘাতী বছর।
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে