এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২২, ০৩:১১ পিএম
সেনেগালের বিপক্ষে হেরে কাতারের লজ্জার রেকর্ড
টবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এর আগে কখনো স্বাগতিক দল শুরুর দুই ম্যাচে হারেনি। তবে এবার কাতারে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে এসে দেখা গেলো সেই চিত্র। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রথম দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল স্বাগতিক দেশ কাতার।
প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে হারের পর আজ সেনেগালের বিপক্ষেও হারল কাতার। আল থুমামা স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি সাক্ষাতে সেনেগাল ৩-১ গোল ব্যবধানে জয় পেয়েছে।
প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি কাতারের ফুটবলাররা। তবে সেনেগালের বিপক্ষে সেই হিসেবে ভালোই লড়াই করেছে তারা। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল সেনেগাল। খেলার ৪১তম মিনিটে গোল করেছিলেন বোলায়ে দিয়া। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আরেকটি গোল দিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান ঈগলরা। দলটির পক্ষে ৪৮তম মিনিটে দ্বিতীয় গোল করেন ফামারা দিদিউ।
ম্যাচের ৭৮তম মিনিটে কাতারের পক্ষে মোহাম্মদ মুন্তারি একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিলেও খেলার ৮৪তম মিনিটে সেনেগালের পক্ষে বাম্বা দিয়েং গোল দিয়ে ৩-১ গোল ব্যবধানের জয় নিশ্চিত করেন।
টানা দুই হারে এক ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল স্বাগতিকরা। অন্যদিকে এই জয়ে বিশ্বকাপের মঞ্চে টিকে রইলো সেনেগাল।