ঢাকা, বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ | ১ কার্তিক ১৪৩১
Logo
logo

 'মেক্সিকো ম্যাচই এখন আর্জেন্টিনার জন্য ফাইনাল'


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২২, ০৩:১১ পিএম

 'মেক্সিকো ম্যাচই এখন আর্জেন্টিনার জন্য ফাইনাল'

 'মেক্সিকো ম্যাচই এখন আর্জেন্টিনার জন্য ফাইনাল'

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মেক্সিকোর মুখামুখি হচ্ছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়ায় এখন প্রতিটি ম্যাচই আর্জেন্টিনার জন্য জীবন-মরণ লড়াইয়ের। আর কোনো ম্যাচে পা মচকালেই বাদ পড়তে হবে গ্রুপ পর্ব থেকেই।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। তিনি জানান, 'এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো।

কারণ এটি এমন একটি ম্যাচ যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। (সৌদি আরবের কাছে হেরে যাওয়া) আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি।'

সৌদি আরবের বিপক্ষে হারায় বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। তাই মার্টিনেজের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, মেক্সিকো ম্যাচের আগে কেমন চাপে আছে তার দল? মার্টিনেজের উত্তর, 'এসব নিয়ে আমাদের কোনো কথাই হয়নি।