ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
Logo
logo

 গ্যারেথের কাছে আফগান ইস্যু জানতে না চাইলে ইরান নিয়ে আমাকে প্রশ্ন কেনো? বিবিসিকে কার্লোস


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২২, ০৩:১১ পিএম

 গ্যারেথের কাছে আফগান ইস্যু জানতে না চাইলে ইরান নিয়ে আমাকে প্রশ্ন কেনো? বিবিসিকে কার্লোস

 গ্যারেথের কাছে আফগান ইস্যু জানতে না চাইলে ইরান নিয়ে আমাকে প্রশ্ন কেনো? বিবিসিকে কার্লোস

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লোস কুইরোজ জানতে চেয়েছেন, শুধু তাকে কেন রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। কেন ব্রিটেনের কোচ গ্যারেথ সাউথগেটকে আফগান ইস্যু নিয়ে প্রশ্ন করা হয় না। পারসটুডে

ওয়েলসের বিরুদ্ধে ইরানের বি গ্রুপের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিবিসি’র এক সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেছেন কুইরোজ। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনের অংশ নিয়ে ইরানের কোচ এবং খেলোয়াড়রা দেশের ভেতরের বিক্ষোভ সহিংসতা নিয়ে নানামুখী প্রশ্নের সম্মুখীন হন। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে প্রধান কোচ কার্লোস এবং স্ট্রাইকার মেহেদী তারেমি অংশ নেন।

সংবাদ সম্মেলনে বেশিরভাগ অংশ জুড়ে খেলা বাদ দিয়ে ইরানের রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান বিক্ষোভ সহিংসতা নিয়ে তাদেরকে নানামুখী প্রশ্নের সম্মুখীন হতে হয়।

ইরানের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ বিবিসির সাংবাদিককে উদ্দেশ করে বলেন, “সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার আছে কিন্তু এটিও গুরুত্বপূর্ণ যে, আমরা যেটি ভালো মনে করি সেটি উত্তর দিতে পারি এবং আপনাদেরও সেই জবাবের প্রতি সম্মান দেখানো উচিত। আমরা এই মুহূর্তে যখন ফুটবল খেলা নিয়ে ব্যস্ত তখন ওই সব বিষয় এগুলোর সঙ্গে মেশাতে চাই না।”

কিন্তু এক পর্যায়ে ইরানি কোচ বিবিসির সাংবাদিককে সরাসরি প্রশ্ন করেন যে, “ব্রিটিশ ফুটবল দলের কোচকে কেন এই ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয় না। আপনি যদি তা করেন, তবে সেটি হবে ন্যায্য।”

কুইরোজ আরো বলেন, “আপনি কেন ইংল্যান্ডের কোচ সাউথগেটকে প্রশ্ন করেন না যে, কেন ইংল্যান্ড এবং আমেরিকা আফগানিস্তানের সমস্ত নারীকে একাকী ফেলে চলে গেল?”

এ সময় বিবিসি পার্শিয়ার সাংবাদিক শাইমা খালিল আত্মরক্ষামূলক অবস্থানে গিয়ে বলেন, “তিনি প্রশ্ন করেছেন ইরানি খেলোয়াড়কে এবং বিষয়টি তার দেশ সম্পর্কে।”

কাতার বিশ্বকাপ শুরুর আগেও সংবাদ সম্মেলনে ইরানি কোচ ব্রিটিশ সাংবাদিকদের এ ধরনের প্রশ্ন করেছিলেন।