ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

 যে কোনো অর্জনে নারীর অবদান রয়েছে, থাকবে


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২২, ০৪:১১ পিএম

 যে কোনো অর্জনে নারীর অবদান রয়েছে, থাকবে

 যে কোনো অর্জনে নারীর অবদান রয়েছে, থাকবে

সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে নারীর অসামান্য অবদানের কথা তুলে ধরে শ্রদ্ধা জানান। তিনি বলেন, যে কোনো অর্জনে নারীর অবদান রয়েছে। থাকতে হবে। আমার মায়েরও অবদান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নারী আমাদের জীবনের অর্ধেক। তাকে অচল রেখে চলা যাবে না। তাই আমরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি। ৯৬ সালের আগে হাইকোর্টে নারী জজ ছিলেন না। জাতির পিতা বঙ্গবন্ধু জুডিশিয়াল সার্ভিসে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নারীদের নিয়োগের পথ উন্মুুক্ত করেন। সেই ধারাবাহিকতায় আমি নারী জজ নিয়োগের পদক্ষেপ নেই। এক সময় সচিব, ডিসি, এসপি পদে নারীদের পদায়ন হতো না। আমরা নারীদের এসব পদে পদায়নের ব্যবস্থা করেছি।