ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১
Logo
logo

নামতা লিখতে পারেনি, ড্রিল মেশিন দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর হাত ফুটো করে দিল শিক্ষক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম

নামতা লিখতে পারেনি, ড্রিল মেশিন দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর হাত ফুটো করে দিল শিক্ষক

নামতা লিখতে পারেনি, ড্রিল মেশিন দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর হাত ফুটো করে দিল শিক্ষক

 ২-এর নামতা (table of 2) বলতে পারেনি পঞ্চম শ্রেণির পড়ুয়া। তাই শাস্তি দিতে ড্রিলিং মেশিন দিয়ে তার হাতে ফুটো করে দিল (teacher drills student’s hands) শিক্ষক।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (কানপুরের প্রেমনগরের একটি বেসরকারি স্কুলে। আহত ছাত্রী ওই স্কুলের উচ্চ প্রাথমিক বিভাগের পঞ্চম শ্রেণির পড়ুয়া বলে জানা গেছে। সূত্রের খবর, ক্লাসে সবাইকে ২-এর নামতা লিখতে দিয়েছিল অভিযুক্ত শিক্ষক। কিন্তু নির্যাতিতা নাবালিকা তা লিখতে পারেনি। এরপরই খেপে ওঠে ওই শিক্ষক। একটি ড্রিলিং মেশিন দিয়ে নাবালিকার বাঁ হাতে সে ফুটো করে দেয় বলে জানিয়েছে ওই ছাত্রী।
সে আরও জানিয়েছে, ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক পড়ুয়া ড্রিলিং মেশিনটি সুইচবোর্ড থেকে খুলে নেয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিক স্থানীয় ‘বেসিক শিক্ষা অধিকারী’দের ঘটনার বিষয়ে কিছু জানাননি। উল্টে প্রাথমিক চিকিৎসার পর ওই পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি গিয়ে নিজের বাবা-মার কাছে সমস্ত কথা খুলে বলে নির্যাতিতা ছাত্রী। এরপরেই তার পরিবারের লোকজন স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিক্ষোভের কথা জানতে পেরে ব্লক শিক্ষা আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। কানপুরনগরের বেসিক শিক্ষা অধিকারী সুজিত কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রেমনগর এবং শাস্ত্রীনগরের ব্লক এডুকেশন আধিকারিকরা ঘটনার তদন্ত করে একটি রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশা দিয়েছেন সুজিত কুমার সিং।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে