ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

সব্যসাচী সুস্থ আছেন, গুজব ছড়ালেই আইনি পদক্ষেপ! মাঝরাতে ফেসবুক পোস্ট সৌরভের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম

সব্যসাচী সুস্থ আছেন, গুজব ছড়ালেই আইনি পদক্ষেপ! মাঝরাতে ফেসবুক পোস্ট সৌরভের

সব্যসাচী সুস্থ আছেন, গুজব ছড়ালেই আইনি পদক্ষেপ! মাঝরাতে ফেসবুক পোস্ট সৌরভের

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পরে কেটে গেছে পাঁচটা দিন। শোকের ঝড় স্তিমিত সোশ্যাল মিডিয়ায়। কিন্তু একইসঙ্গে যেন শুরু হয়েছে আর এক সমস্যা। এবার সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য ঐন্দ্রিলার প্রেমিক, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ইতিমধ্যেই ফেসবুকের একাংশে ছড়িয়ে পড়েছে, ঐন্দ্রিলা চলে যাওয়ার পরে গুরুতর অসুস্থ সব্যসাচী।

এসবের মধ্যেই মধ্যরাতে ফেসবুকে পোস্ট করলেন অভিনেতার বন্ধু সৌরভ দাস (Actor Sourav Das)। সৌরভ প্রথম দিন থেকেই ঐন্দ্রিলাকে নিয়ে সব্যসাচীর লড়াইয়ে সঙ্গে রয়েছেন। একথা নিজেই জানিয়েছিলেন তিনি। এবার জানালেন, তিনি এখনও আছেন এবং গুজব ও ভুয়ো খবরের বিরুদ্ধে পদক্ষেপ করতে তৈরি।

ঐন্দ্রিলার অসুস্থতার শেষদিকে ফেসবুক থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট সরিয়ে নেন সব্যসাচী। ১৯ তারিখ, যেদিন অভিনেত্রী মারা যান, সেদিন সব্যসাচী ডিঅ্যাক্টিভেট করে দেন নিজের প্রোফাইল। এই কারণেই সম্ভবত যে যেমন খুশি গুজব ছড়াতে পারছে, এমনটাই মনে করছেন অনেকে।

গতকাল মধ্যরাতে সৌরভ লেখেন, ‘সব্যসাচী সুস্থ আছে। সঙ্গে আছি আমি এবং থাকব।’ এছাড়াও তিনি মন্তব্য করেন, ‘যারা ফেক নিউজ ছড়াচ্ছে, তারা অসুস্থ, বিব্রত হবেন না।’

বস্তুত, ঐন্দ্রিলাকে নিয়ে যেভাবে ক্রমাগত ছবি, ভিডিও, পোস্ট ভাইরাল হয়ে চলেছে, তাতে যেন এতটুকু শান্তির অবকাশ মিলছে না ঐন্দ্রিলার পরিবার-বন্ধুদের। শোকের উচ্চকিত প্রকাশ যেন মাত্রাছাড়া হয়ে উঠছে নানা সময়েই। সেই সঙ্গেই রয়েছে বিভিন্ন অসত্য কথা, পুরনো ভিডিওর ভিড়, ভুয়ো খবর। এসব নিয়ে যে সৌরভ ভালই বিরক্ত, তাও তাঁর পোস্টে স্পষ্ট। তিনি লেখেন, ‘গালাগাল দিয়ে পোস্টটা নোংরা করছি না যাতে শেয়ার করে মানুষজনকে জানাতে পারেন সব্যর ব্যাপারে।’

এখানেই শেষ নয়। নেটিজেনদের সতর্কও করেছেন সৌরভ। লিখেছেন, ‘যদি ভুয়ো খবর ছড়ানো হয়, সে ক্ষেত্রে আইনি পদক্ষেপ করা হবে। ঐন্দ্রিলার পরিবারকে দয়া করে শান্তি দিন।’
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে