ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজিক ফোর্স গঠনই আসল লক্ষ্য'


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজিক ফোর্স গঠনই আসল লক্ষ্য'

বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজিক ফোর্স গঠনই আসল লক্ষ্য'

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশের আসল লক্ষ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটজিক ফোর্স বা কৌশলগত বাহিনী গঠন করা।

উত্তর কোরিয়ার গণমাধ্যম আজ (রোববার) জানিয়েছে, দেশটি সম্প্রতি যে সর্ববৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার সঙ্গে জড়িত কয়েক ডজন কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সময় কিম জং উন এই ঘোষণা দেন।

গত ১৮ নভেম্বর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যা এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্বসাগর বা জাপান সাগরে পড়ে। ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পুরো প্রক্রিয়া কিম জং উন নিজে দেখভাল করেন।

আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রাশিয়া ঘোষণা করেছে যে, আমেরিকার পরমাণু অস্ত্রের জবাব উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র দিয়েই দেবে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথভাবে আমেরিকা যে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে তারও নিন্দা করেছিলেন কিম জং উন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে