ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

আমেরিকা ইসরাইলের সর্বাত্মক যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে: হোসেইন সালামি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

আমেরিকা ইসরাইলের সর্বাত্মক যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে: হোসেইন সালামি

আমেরিকা ইসরাইলের সর্বাত্মক যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে: হোসেইন সালামি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি শত্রুদের যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা, ইসরাইল এবং তাদের আঞ্চলিক মিত্ররা মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে।

জেনারেল সালামি বলেন, শত্রুরা বিভেদের বীজ বপন করে এবং ইরানের অভ্যন্তরে দাঙ্গার উসকানি দিয়ে ইসলামি সরকার ব্যবস্থাকে ক্ষতি করতে চায়, কিন্তু তাদের এই ষড়যন্ত্রকে চূড়ান্তভাবে ব্যর্থ করে দেয়া হবে।

জেনারেল সালামি বলেন- “আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং সৌদি আরব তাদের প্রচার যন্ত্র ব্যবহার করে যেকোনভাবে হোক ইরানের ভেতরে উত্তেজনা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। তবে দেশের জনগণ সম্পূর্ণভাবে সচেতন রয়েছে। শত্রুরা নানামুখী স্বপ্নের মধ্যে আছে। কিন্তু তারা জানে না যে, ইরান এবং ইসলামি সরকার অনেক শক্তিশালী।

”ইরানের দক্ষিণ-পূর্বঞ্চলীয় জাহেদান শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজের এক সমাবেশে জেনারেল হোসেইন সালামি এসব কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী সরকার পড়ে থাকবে কিন্তু ইসলামি এগিয়ে যাবে। শত্রুরা যে কল্পনা করছে তার কোনো কিছুই বাস্তবায়ন হবে না কারণ ইরানের ইসলামী সরকার যথেষ্ট শক্তিশালী।

আইআরজিসির চিফ কমান্ডার বলেন, আমেরিকা এবং ব্রিটেন ইরানের উপর তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য পুনর্বহাল করতে চায়। অথচ এই দুটি দেশের ইতিহাস অপরাধ এবং আগ্রাসনে ভরপুর। তিনি বলেন, যখন আমেরিকা, ব্রিটেন, ইসরাইল এবং সৌদি আরবের নেতারা একদিকে তখন ইরানের জনগণ ও নিরাপত্তা বাহিনী অপরদিকে শত্রুরা ইরানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তারা যুদ্ধ শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য গোরস্থানে পরিণত হবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে