ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানান: জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২২, ০৩:১১ পিএম

সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানান: জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান

সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানান: জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান

সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ আহ্বান জানিয়ে বলেছেন, দখলদার ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির বিমানবন্দর ও মানবিক ত্রাণবাহী জাহাজসহ সিরিয়ার বেসামরিক অবকাঠামোর উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি এসব হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় আত্মরক্ষা করার অধিকার সিরিয়ার রয়েছে।

গতকাল (মঙ্গলবার) নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়াকেন্দ্রীয় মধ্যপ্রাচ্য বিষয়ক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ইরাভানি এভাবে ইরানের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায় দেশটির সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা। সিরিয়ার উত্তরাঞ্চলে যেকোনো ধরনের সামরিক অভিযান দেশটির মানবিক পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে বলে তিনি মন্তব্য করেন।

তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, তার দেশ শিগগিরই সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে স্থল অভিযান চালাবে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সিরিয়ার মানবিক পরিস্থিতিকে অত্যন্ত নাজুক আখ্যায়িত করে বলেন, দেশটির ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে মানুষ খাদ্য ও চিকিৎসার মতো জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ইরাভানি সিরিয়ার ওপর থেকে পশ্চিমা দেশগুলো অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান।

।খবর পার্সটৃুডে/এনবিএস/২০২২/একে