ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি: এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২২, ০৩:১১ পিএম

মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি: এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী

মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি: এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী

ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের পক্ষে কাজ করার জন্য লেবাননের নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে আটক করেছে। ওই ব্যক্তি লেবাননের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনের ছবি তুলে সংস্থার কাছে পাঠাতেন। পাশাপাশি লেবাননের বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপারে তথ্য সরবরাহ করতেন। 

লেবাননের আরবি ভাষার দৈনিক পত্রিকা আল আখবারে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ফরিদ এইচ নামে ৪৭ বছর বয়সী এ ব্যক্তিকে লেবাননের জেনারেল সিকিউরিটি ডাইরেক্টরেটের সদস্যরা আটক করে।

পত্রিকার খবরে আরো বলা হয়েছে, সন্দেহভাজন এই মোসাদ গুপ্তচর গত দুই বছর ধরে ইহুদিবাদীদের সঙ্গে কাজ করছেন। সম্ভবত তিনি লেবাননের আরো কয়েকজনকে এ কাজে যুক্ত করেছেন এবং তারা মিলে একটি সাইবার স্পেস তৈরি করেছে।

আল আখবার পত্রিকা জানিয়েছে, আটক ফরিদ দৃশ্যত লেবাননের প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টির সদস্য এবং তিনি মাত্র এই গুপ্তচরবৃত্তির জন্য এক হাজার ডলার ও একটি মোবাইল ফোন পেয়েছেন।

সন্দেহভাজন ফরিদ জানান, তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং সামাজিক মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে চাকরির আবেদন করেছেন। এর এক সপ্তাহ পর তিনি হোয়াটসঅ্যাপে একটি ইংরেজি বার্তা পান এবং এভাবেই কয়েক দিন ধাপ পেরিয়ে তিনি মোসাদের সঙ্গে সহযোগিতা করতে শুরু করেন।

।খবর পার্সটৃুডে/এনবিএস/২০২২/একে