ঢাকা, বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Logo
logo

বিশ্বে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০২:০৪ পিএম

বিশ্বে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে 

বিশ্বে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে 

আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের থেকে পাওয়া তথ্যানুযায়ি শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৬১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৬৩৭ জন। এর আগের দিন করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭২৫ জন এবং আক্রান্ত ছিল ৬ লাখ ৭২ হাজার ৯২০ জন।

 বিশ্বে করোনায় দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাজ্যে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪৮ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৪৭ জন। একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ২৩৯ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২৪৭ জন। ফ্রান্সে নতুন করে আক্রান্ত ৫৯ হাজার ৭৬০ জন এবং মারা গেছেন ১৩২ জন। রাশিয়ায় মারা গেছেন ১৬৬ জন এবং নতুন করে আক্রান্ত ৭ হাজার ৬৮১ জন।