ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

 ক্রোয়েশিয়ানদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন কোচ দালিচ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

 ক্রোয়েশিয়ানদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন কোচ দালিচ

 ক্রোয়েশিয়ানদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন কোচ দালিচ

 বিশ্বকাপে তৃতীয় হয়ে কাতার আসর শেষ করেছে ক্রোয়েশিয়া। দলের পারফরম্যান্সে গর্বিত কোচ জ্লাতকো দালিচের মতে, তাদের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ ষোলোয় জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। নক আউট পর্বের প্রথম ধাপে টাইব্রেকারে তারা হারায় জাপানকে। একইভাবে কোয়ার্টার-ফাইনালে বিদায় করে ব্রাজিলকে।

টানা দুই আসরে সেমিফাইনালে ওঠে ক্রোয়াটরা আর পেরে ওঠেনি। হেরে যায় আর্জেন্টিনার বিপক্ষে। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে জেতে ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রশংসা করার পাশাপাশি নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথাও বলেন দালিচ।

আমরা শেষ ম্যাচ খেলেছি। আপনাদের মনে থাকার কথা, আমি বলেছিলাম যে আমরা যদি হেরে যাই তাহলে এটা হবে খুবই বাজে। ম্যাচটি কঠিন ও দারুণ ছিল। আমি মরক্কোকে অভিনন্দন জানাতে চাই। ক্লান্তি সত্ত্বেও তারা দুর্দান্ত লড়াই করেছে। তারা গর্বিত হতে পারে। তারা আমাকে চার বছর আগের কথা মনে করিয়ে দিয়েছে। আমরা বিশ্বের সেরা দলগুলোর মধ্যে আছি।

বিশ্বকাপ পথচলা শেষ হলে সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে ক্রোয়েশিয়ার। নেশন্স লিগের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। আগামী জুনে ইতালি, স্পেন ও নেদারল্যান্ডসকে নিয়ে হবে সেই প্রতিযোগিতা।

বিএস/ওডে/সি