ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

 মেসি, নেইমার ও এমবাপ্পেকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাফুফে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 মেসি, নেইমার ও এমবাপ্পেকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাফুফে

 মেসি, নেইমার ও এমবাপ্পেকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাফুফে

বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৃবাফুফে। তারা বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি, গোল্ডেন বুট জয়ী ফ্রান্সের সুপারস্টার এমবাপ্পে ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বাংলাদেশে আনছে।

তবে বাফুফের এই পরিকল্পনা এখনও কিছু চূড়ান্ত হয়নি। মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে বাংলাদেশে এনে তাদের মধ্যে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সেখানেই আক্ষেপ ঘুচতে পারে বাংলাদেশের দর্শকদের। এমনটাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

এদিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার দেশে ফিরেছে বিশ্বকাপ। ৮৬’তে ম্যারাডোনা এনে দিয়েছিলেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ। এরপর সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এনে দিলের তাদের তৃতীয় শিরোপাটি।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। নির্ধারিত ১২০ মিনিট পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল।

বিএস/ওডে/সি