ঢাকা, বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১
Logo
logo

বড়দিনের আগেই খ্রিস্টানদের জমায়েতে হামলা হিন্দুত্ববাদী সংগঠনের, ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

বড়দিনের আগেই খ্রিস্টানদের জমায়েতে হামলা হিন্দুত্ববাদী সংগঠনের, ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ

বড়দিনের আগেই খ্রিস্টানদের জমায়েতে হামলা হিন্দুত্ববাদী সংগঠনের, ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ


রাত পোহালেই বড়দিন (Christmas)। উৎসবের আমেজ দেখা যাচ্ছে দেশজুড়েই। তার মধ্যেই একটি বড়দিনের জমায়েতে রীতিমতো লাঠি অস্ত্র নিয়ে হামলা চালাল ৩০ জন তরুণের একটি দল (Mob Attack On Christmas Celebrations)। তাদের দাবি, ওই জমায়েতে অন্য ধর্মাবলম্বী লোককে খ্রিষ্টধর্মে দীক্ষা দেওয়ার আয়োজন করা হয়েছিল (conversion)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের উত্তরকাশী জেলায়। দেহরাদুন থেকে ১৫০ কিলোমিটার দূরে একটি গ্রামে হোপ এন্ড লাইফ সেন্টারে একটি বড়দিনের জমায়েতের আয়োজন করা হয়েছিল। মুসৌরি ইউনিয়ন চার্চ-এর যাজক লাজারুস কর্নেলিয়াস এদিনের প্রার্থনায় নেতৃত্ব দিচ্ছিলেন। এদিন দুপুর তিনটে নাগাদ আচমকাই একটি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠনের ৩০জন সদস্য লাঠি এবং অস্ত্র নিয়ে জমায়েতের উপর হামলা চালায়। তারা দাবি করে, ওই অনুষ্ঠানে অন্য ধর্মের লোকজনকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করা হচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে যাজক কর্নেলিয়াস ও তাঁর স্ত্রী সুষমা সহ মোট ছয় জনকে আটক করে পুলিশ। যদিও পরে সকলকেই ছেড়ে দেয় পুলিশ। জানানো হয়, নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। 
সম্প্রতি উত্তরপ্রদেশের বিজেপি সরকার ধর্ম পরিবর্তন রুখতে আইন তৈরি করেছে। স্থানীয়রা জানিয়েছেন। এর আগেও মুসলিম এবং খ্রিস্টানধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে