ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

কলেজ ফেস্টে সংবর্ধনা নিয়ে বিতর্কে উত্তরপাড়ার আইসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

কলেজ ফেস্টে সংবর্ধনা নিয়ে বিতর্কে উত্তরপাড়ার আইসি

কলেজ ফেস্টে সংবর্ধনা নিয়ে বিতর্কে উত্তরপাড়ার আইসি


 বৃহস্পতিবার হুগলির প্যারীমোহন কলেজের ফেস্টকে কেন্দ্রে করে ব্যাপক গন্ডগোল হয় উত্তরপাড়ায় গভর্নমেন্ট স্কুলের মাঠে। সেখানেই অনুষ্ঠানের মঞ্চ বাঁধা হয়েছিল। বলিউড গায়ক শানের গান ছিল মূল আকর্ষণ। তাঁকে দেখার জন্য উপচে পড়ে ভিড়। ছাত্রদের পাশাপাশি বহিরাগতরা এসেও হাজির হয়। বাধ্য হয়ে গভর্নমেন্ট স্কুলের মাঠের দরজা তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়। সেই অনুষ্ঠানের মঞ্চে সংবর্ধনা নিয়ে বিতর্কে জড়ালেন উত্তরপাড়া থানার আইসি পার্থ শিকদার (Uttarpara IC in Controversy Over Felicitations At College Fest)।
প্যারীমোহন কলেজের ফেস্টে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল নেতৃত্ব। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বিরোধীরা অভিযোগ করে, ওটা ফেস্ট নয়, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত হয়েছিল। সেখানেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে চারজন আহত হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
তবে বিশৃঙ্খলার পর্ব পেরিয়ে বিজেপির পক্ষ থেকে আইসি-র সংবর্ধনা নেওয়ার বিষয়টিকে হাতিয়ার করা হয়েছে। শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক বলেন, “এতেই প্রমাণ হয় পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।”
যদিও আইসি-র সংবর্ধনা নেওয়ায় ভুল কিছু দেখছেন না শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁই। তাঁর মতে, সংবর্ধনা নেওয়ায় ভুল কিছু নেই।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে