ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

দক্ষিণ আফ্রিকায় (South Africa) দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ (Gas Tanker Blast)। এই ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছ। আহত বহু। একটি হাসপাতালের কাছে পথ চলতি গ্যাস ট্যাঙ্কারে ওই বিস্ফোরণ ঘটে। যার তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলের এদিক-ওদিকে ছিটকে পড়েন মৃত ও আহতরা। হাসপাতালের একাংশেও আগুন লেগে যায়। এলাকায় পৌঁছেছে পুলিশ, ফায়ারব্রিগেড ও অন্য উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধার কাজ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ঘটনা ঘটেছে বোকসবার্গের (Boksburg) শহরে হাসপাতাল রোডে। কিউ আর টম্বো হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল এল পি (LP) গ্যাস ট্যাঙ্কারটি। একটি নিচু ব্রিজে সজোরে ধাক্কা মারে বিপজ্জনক গ্যাসে ভরতি তীব্র গতিতে থাকা গাড়িটি। এরপরই ভয়ংকর বিস্ফোরণ হয়। যার তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। আগুন লেগে যায় পাশের হাসপাতালের একাংশে। রাস্তায় ওই ট্যাঙ্কের কাছাকাছি থাকা গাড়িগুলিতে আগুন লেগে যায়।


স্থানীয় প্রশাসনের ধারণা, আগুনে পুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও বহু। বিস্ফোরণের তীব্রতায় অনেকের হাত-পা উড়ে গিয়েছে। এদিকে হাসপাতালে আগুন লাগতেই হুড়োহুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে। আতঙ্কে চিৎকার শুরু করেন রোগীরা। বিস্ফোরণে হাসপাতালের রোগীরা কেউ মৃত বা আহত কিনা তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের পরে তোলা একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেখানে দেখা গিয়েছে, রাস্তায় একাধিক গাড়ি আগুনে পুড়ছে। ধোয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আহতরা সাহায্য চেয়ে আর্তনাদ করছেন। যদিও তাঁদের সাহায্য করার মতো কাউকে দেখা যায়নি।

ঘটনার পরেই পুলিশ, ফায়ারব্রিগেড-সহ একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের মুখপাত্র বলেন, “এখন এটুকুই বলা সম্ভব যে ভয়াবহ দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন।” তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। 
 সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে