ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

সামান্য কথা কাটাকাটি, ছত্তীসগড়ে গুলি চালিয়ে সিএএফ জওয়ানকে মেরে ফেলল কনস্টেবল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম

সামান্য কথা কাটাকাটি, ছত্তীসগড়ে গুলি চালিয়ে সিএএফ জওয়ানকে মেরে ফেলল কনস্টেবল

সামান্য কথা কাটাকাটি, ছত্তীসগড়ে গুলি চালিয়ে সিএএফ জওয়ানকে মেরে ফেলল কনস্টেবল

 সামান্য কথা কাটাকাটি হয়েছিল। আর তাতেই কর্তব্যরত অবস্থায় গুলি চালিয়ে ঊর্ধ্বতনকে হত্যা করল ছত্তীসগড় (Chhattisgarh) আর্মড ফোর্সের এক কনস্টেবল (CAF Jawan Shoots Dead Head Constable)।
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। সম্প্রতি কাঙ্কের জেলার ভানুপ্রতাপপুর বিধানসভা আসনে উপনির্বাচন হয়। ফল প্রকাশের পর একটি সরকারি কলেজে স্ট্রং রুম তৈরি করে ইভিএমগুলি রাখা হয়েছিল। সেখানেই প্রহরায় ছিলেন সিএএফ-এর কনস্টেবল পুরুষোত্তম সিং এবং হেড কনস্টেবল সুরেন্দ্র ভগত। রবিবার সকালে সামান্য বিষয়কে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন দুজনে। তার মধ্যে আচমকাই নিজের ইনসাস রাইফেল বের করে সুরেন্দ্রকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় পুরুষোত্তম। ঘটনাস্থলেই মৃত্যু হয় হেড কনস্টেবল সুরেন্দ্রর।
ঘটনার পর বেশ কিচ্ছুক্ষণ নিজেকে একটি ঘরে বন্ধ করে রেখেছিল অভিযুক্ত কনস্টেবল। পরে পুলিশ এসে গ্রেফতার করে তাকে। কী কারণে সে এমন কাণ্ড ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে। 
গত বছরের ৮ নভেম্বর সুকমায় সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক সিআরপিএফ জওয়ান। ঘটনায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছিল ৪ জন জওয়ানের। আহত হয়েছিলেন আরও ৩ জন।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে