ঢাকা, মঙ্গলবার, মে ৩০, ২০২৩ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
Logo
logo

 পিএসজিতে মেসির অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 পিএসজিতে মেসির অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে

 পিএসজিতে মেসির অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে

 কাতার বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে এমবাপ্পেদের ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের শিরোপার অবসান ঘটায় মেসিরা। ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেন মেসি। ক্লাব ফুটবল শুরু হয়ে গেলেও এখনও ছুটিতে আছেন এলএমটেন। তবে, ফাইনালের দ্বৈরথ ভুলে মেসির অপেক্ষায় এখন মুখিয়ে আছেন এমবাপ্পে।

দুই জনে একই দিনে বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। পিএসজির এই জুটি বিশ্বকাপের ফাইনালে করেছেন ৫ গোল, এমবাপ্পে ৩টি ও মেসি ২টি। সেই ম্যাচের ১০ দিনের মধ্যে মাঠে নেমে পড়লেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে স্ত্রাসবুর্গের বিরুদ্ধে পিএসজি- কে জিতিয়ে এমবাপ্পে জানান, মেসির জন্য তিনি অপেক্ষা করছেন অধীর আগ্রহে।

ফাইনাল ম্যাচের পর মেসির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল এমবাপ্পেকে। সেই প্রসঙ্গে ফরাসী তারকা এমবাপ্পে বলেন, ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে শুভেচ্ছা জানিয়েছিলাম। সারা জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেল। আমার কাছেও সুযোগ ছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। লিয়োর ফেরার জন্য অপেক্ষা করছি। তার সঙ্গে নতুন জয় এবং নতুন লক্ষ্য স্থির করবো।

এনবিএস/ওডে/সি