ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

 বার্সেলোনার ড্রেসিং রুম নিয়ে নির্মিত প্রামান্যচিত্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 বার্সেলোনার ড্রেসিং রুম নিয়ে নির্মিত প্রামান্যচিত্র

 বার্সেলোনার ড্রেসিং রুম নিয়ে নির্মিত প্রামান্যচিত্র

গত ২৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে বার্সেলোনার ড্রেসিং রুমের ভেতরকার নানা তথ্যে নির্মিত প্রামান্যচিত্র ‘এ নিউ এরা’। পাঁচ পর্বের সেই সিরিজটিতে তুলে ধরা হয়েছে ২০২০ থেকে পরবর্তী সময়ে ড্রেসিং রুম ও মাঠের অজানা সব কথা।

প্রায় ২ বছরের বার্সার ঘটনাবহুল সব চিত্র তুলে ধরে তৈরি করা হয়েছে একটি ডকুমেন্টরি। স্প্যানিশ ক্লাবটির ড্রেসিং রুমের অজানা সব কথা তুলে ধরা হয়েছে এই প্রামান্যচিত্রে।-

এই বিষয়ে দেয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, যদি আমরা ম্যাচ জিততে পারি, তোমাদেরকে বড়দিনে অতিরিক্ত একটা ছুটি দিবো। যদি আমরা ৩০ মিনিটের মাঝে দুই গোল দিতে পারি, আমি তোমাদেরকে ডিনার করাবো, যেখানে তোমরা চাও। এলচের বিপক্ষেও ম্যাচের আগেও দলকে তাতিয়ে দেন এই বার্সা কোচ।
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, আমরা খুবই লজ্জাজনক পরিস্থিতিতে আছি। আজকেই আমাদেরকে চ্যালেঞ্জ কমাতে হবে। চ্যালেঞ্জটা হলো ম্যাচে জয় পাওয়া। আর এর জন্য তোমরা যা চাও আমি দিবো।

লিওনেল মেসির ব্যাপারেও জাভি কথা বলেছিলেন বার্সা ক্লাব সভাপতির সাথে। মেসিকে রাখার ব্যাপারে আলাপ করতেও বলেছিলেন তিনি। তবে, শেষ পর্যন্ত মেসিকে আটকাতে পারেনি বার্সা। তিক্ততা নিয়েই পিএসজিতে চলে যান এই আর্জেন্টাইন তারকা।

এসবকিছুর বাইরে পেদ্রো, লেভানডোভস্কি, অবামেয়াংদের সাথে প্রেসিডেন্ট হিসেবে লাপোর্তার সাথে চুক্তি, এছাড়া আরো অনেক স্মৃতি বিজোরিত সব মূহুর্ত দেখানো হয়েছে ডকুমেন্টরিতে। বিস্তারিত আরো অনেক ঘটনাই জানা যাবে সেই প্রামান্যচিত্রে। যা পাওয়া যাবে স্প্যানিশ ওটিটি প্ল্যাটফর্ম বার্সা টিভি প্লা।

এনবিএস/ওডে/সি