ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

সন্তানদের কাস্টডি চাই! লিঙ্গ বদলে আইনি মতে ‘মা’ হয়ে উঠলেন বাবা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম

সন্তানদের কাস্টডি চাই! লিঙ্গ বদলে আইনি মতে ‘মা’ হয়ে উঠলেন বাবা

সন্তানদের কাস্টডি চাই! লিঙ্গ বদলে আইনি মতে ‘মা’ হয়ে উঠলেন বাবা

 দেশের আইন অনুযায়ী, সন্তানদের দায়িত্ব পাবেন শুধু মা। এদিকে সেই মায়ের কাছেই নাকি নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছে সন্তানরা। এমনকি, টানা ৫ মাস সন্তানদের চোখের দেখাটুকুও দেখতে পাননি বাবা। তাই শেষমেষ সন্তানদের কাস্টডি পেতে আশ্চর্য পথ অবলম্বন করলেন এক ব্যক্তি। আইনিভাবে নিজের লিঙ্গপরিচয় বদলে ‘মহিলা’ হয়ে উঠলেন তিনি (Man legally changes his gender)।
ঘটনাটি ঘটেছে ইকুয়েডরে (Ecuador)। ৪৭ বছর বয়সি ওই ব্যক্তির নাম রেনে স্যালিনাস রামোস (René Salinas Ramos)। রেনে জানিয়েছেন, তাঁর মেয়েরা তাঁর স্ত্রীর সঙ্গে থাকে। কিন্তু সেখানে নিয়মিত অত্যাচারের শিকার হয় তারা। দীর্ঘদিন ধরেই সন্তানদের কাস্টডি চেয়ে লড়াই চালিয়ে আসছেন তিনি। কিন্তু ইকুয়েডরের আইন অনুযায়ী, সন্তানের হেফাজতের ক্ষেত্রে বাবার থেকেও মায়ের অধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর সেই কারণেই চাইলেও এতদিন কিছুতেই মেয়েদের দায়িত্ব পাচ্ছিলেন না তিনি। এমনকি, গত ৫ মাসে একবারও সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাঁকে। তাই শেষমেষ আইনিভাবেই নিজের সমস্ত ডকুমেন্টে লিঙ্গপরিচয় বদলে ফেললেন তিনি। পুরুষ থেকে হয়ে উঠলেন মহিলা।

রেনে জানিয়েছেন, ‘আইন অনুযায়ী সন্তানের হেফাজত পাওয়ার অধিকার শুধু মায়ের। এখন তো আমিও একজন মহিলা। তাহলে আমিও এখন একজন মা। আমি সেভাবেই নিজেকে দেখি।’
তিনি আরও জানিয়েছেন, ‘আমি আমার যৌন পরিচয় নিয়ে একেবারেই নিশ্চিত। আমি শুধু চেয়েছি একজন মা হয়ে উঠতে, যাতে আমি সন্তানের মায়ের ভালোবাসা এবং সুরক্ষা দিতে পারি।’ 
‘এই দেশে বাবা হওয়া মানে শুধুই একজন যোগানদার হওয়া। এ যেন শাস্তি পাওয়ার সামিল,’ দাবি তাঁর।
যদিও লিঙ্গ পরিচয় পাল্টে ফেলার পরেও এই মুহূর্তে সন্তানের দায়িত্ব পাননি রেনে। বরং বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আদালত জানিয়েছে, আপাতত বিষয়টি বিবেচনাধীন। যতদিন না এই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে, ততদিন পর্যন্ত মায়ের কাছেই থাকবে রেনের সন্তানরা।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে