ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরও ১ ফিলিস্তিনী শহীদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৩, ১২:০১ এএম

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরও ১ ফিলিস্তিনী শহীদ

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরও ১ ফিলিস্তিনী শহীদ

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরও ১ ফিলিস্তিনী শহীদ হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর দিয়ে জানিয়েছে, অধিকৃত বায়তুল মোকাদ্দাসের উত্তরাঞ্চলে ইসরাইলি সেনাদের গুলিতে ওই ফিলিস্তিনী শহীদ হয়।

ইসরাইলি সেনারা প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর হামলা চালিয়ে হতাহত করছে। কাউকে আবার বিনা অজুহাতেই ধরে নিয়ে যাচ্ছে।

আল-মায়াদিন টিভি নেটওয়ার্ক জানিয়েছে, কুদস দখলদার সেনারা আজ সকালে সামির আসলান নামের এক ফিলিস্তিনীকে হত্যা করেছে। আল-কুদসের উত্তরাঞ্চলীয় কালান্দিয়া শরণার্থী শিবিরে নিজের সন্তানকে রক্ষা করতে গেলে ইসরাইলি সেনারা গুলি করে সামির আসলানকে হত্যা করে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন আরও জানায়, ইসরাইলি সেনারা কালান্দিয়ায় হামলা চালিয়ে ১৫ ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সদ্য কারামুক্ত ফিলিস্তিনীরাও রয়েছে।

ফিলিস্তিনী সূত্র জানায় ইসরাইলি সেনাদের ওই হামলার জবাবে ফিলিস্তিনের প্রতিরোধকামীরাও সশস্ত্র হামলা চালায়।

সাম্প্রতিক কয়েক মাসে ইহুদিবাদী সেনারা নাবলুস এবং জেনিনসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে। তাদের ওই অকারণ হামলায় অসংখ্য ফিলিস্তিনী শহীদ এবং শত শত ফিলিস্তিনী আহত হয়েছে।

গতরাতেও বর্ণবাদী ইসরাইলি সেনারা নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে। আজও তারা সামির আসলান নামের  আরেক ফিলিস্তিনীকে শহীদ করলো।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে