ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেবে ন্যাটো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেবে ন্যাটো

রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেবে ন্যাটো

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ ঘোষণা দিয়েছেন যে, রাশিয়ার অব্যাহত বিরোধিতা সত্ত্বেও ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেয়া হবে।

রাশিয়া শুরু থেকে বলে আসছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেএক যত অস্ত্র দেবে, ততই যুদ্ধ দীর্ঘায়িত হবে। কিন্তু রাশিয়ার এই বক্তব্য কোনভাবে আমলে নিচ্ছে না মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট।

গতকাল (রোববার) জার্মানির গণমাধ্যম হ্যান্ডেলসব্ল্যাতকে দেয়া সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনের পক্ষ থেকে সাঁজোয়াযান, আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র চেয়ে ন্যাটোর কাছে যে অনুরোধ জানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে ইউক্রেন আরো নতুন ভারী অস্ত্র আশা করতে পারে। তিনি বলেন, পশ্চিমা কয়েকটি দেশের পক্ষ থেকে ভারী অস্ত্র দেয়ার বিষয়ে সাম্প্রতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি ভবিষ্যতে আরো এ ধরনের অস্ত্র দেয়া হবে।

কিয়েভ ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বারবার সাঁজোয়ান, আর্টিলারি এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র দাবি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে এই সমস্ত অস্ত্র অপরিহার্য।

রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে পশ্চিমাদের ‘প্রক্সি ওয়ার’ হিসেবে বিবেচনা করছে। পশ্চিমা কোনো কোনো দেশও বলছে, এই যুদ্ধ মূলত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেই সংঘটিত হচ্ছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে