ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

রুয়ান্ডার কাছে জিম্বাবুয়ের লজ্জাজনক হার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

রুয়ান্ডার কাছে জিম্বাবুয়ের লজ্জাজনক হার

রুয়ান্ডার কাছে জিম্বাবুয়ের লজ্জাজনক হার

 অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে রুয়ান্ডার কাছে কুপোকাত হয়েছে জিম্বাবুয়ে। হেনরিটে ইশিমউইয়ের তোপে মাত্র ৮০ রানেই ‍গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। তাতে ৩৯ রানের ব্যবধানে জিতেছে রুয়ান্ডা।

দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে মঙ্গলবার (১৭ জানুয়ারি) শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করে রুয়ান্ডার মেয়েরা। জবাবে ৮ বল হাতে রেখেই জয় পায় তারা। ইশিমউই টানা চার বলে ৪ উইকেট শিকার করতে খরচ করেন মাত্র ১৩ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৯ রান তোলে রুয়ান্ডা। এরপর ১৮ রান করা মারভেইলে বিদায় নেন মারুমানির বলে। ৮৮ রানের মাথায় অন্য ওপেনার সিন্থিয়ার উইকেটও হারায় তারা। সিন্থিয়া ৪৪ বলে করেন ৩০ রান। ওয়ানডাউনে নামা জিসেলে ২৩ বলে করেন ৩৪ রান। বাকিদের মধ্যে বেলিসে ৬, ইরেরা ৪ ও জুরুফাত ৩ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন চিপো ময়ো। চিগোরা ২ ও মারুমানি পান এক উইকেট।

জবাব দিতে নেমে ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮০ রান তোলে জিম্বাবুয়ে। ১৯তম ওভার করতে আসেন ইশিমউইয়ে। টানা চার বলে তিনি শিকার করেন চিগোরা, অলিন্দা, ময়ো ও ফাইথের উইকেট। তাতে ৮০ রানেই থামে তাদের যাত্রা।

এনবিএস/ওডে/সি