ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

মুকেশ আম্বানির ‘ভায়াকম এইটিন’ ১২শ’ কোটি টাকায় কিনে নিলো নারী আইপিএলের স্বত্ব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

মুকেশ আম্বানির ‘ভায়াকম এইটিন’ ১২শ’ কোটি টাকায় কিনে নিলো নারী আইপিএলের স্বত্ব

 মুকেশ আম্বানির ‘ভায়াকম এইটিন’ ১২শ’ কোটি টাকায় কিনে নিলো নারী আইপিএলের স্বত্ব

নারী আইপিএলের আগামী পাঁচ বছরের স্বত্ব প্রায় ১২’শ কোটি টাকায় বিক্রি হয়েছে। কিনেছে মুকেশ আম্বানির কোম্পানি ভায়াকম এইটিন।

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত মিডিয়া রাইটসের মালিকানা এখন ভায়াকম এইটিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব জয় শাহ।

পাঁচ বছর চক্রে মেয়েদের আইপিএলের একটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব পাওয়ায় ভায়াকম এইটিনকে অভিনন্দন জানিয়েছেন জয় শাহ। সেই সাথে বিসিসিআইয়ের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে নারীদের আইপিএল।

এনবিএস/ওডে/সি