ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

আর্জেন্টিনার সফর নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন বাতিল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

আর্জেন্টিনার সফর নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন বাতিল

 আর্জেন্টিনার সফর নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন বাতিল

 বাংলাদেশে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সফর নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। মতিঝিলে বাফুফে ভবনে আজ বুধবার দুপুর আড়াইটায় হওয়ার কথা ছিল এই সংবাদ সম্মেলন। কিন্তু মাত্র তিন ঘণ্টা আগে সেই সংবাদ সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে মঙ্গলবার জানানো হয়েছিল, বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে। জুনে ফিফা উইন্ডোতে মেসি-ডি মারিয়াদের আনতে চায় বাংলাদেশ। এ নিয়ে গণমাধ্যম ও ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয় ব্যাপক জল্পনা-কল্পনা। কিন্তু সংবাদ সম্মেলন বাতিল করায় খানিকটা ধূম্রজাল তৈরি হলো ফুটবলাঙ্গনে।

এনবিএস/ওডে/সি