ঢাকা, বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
Logo
logo

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

 যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

 অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়ার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দারুণ কিছু করবে বাংলাদেশ-এটা যেন প্রত্যাশিতই ছিল। অন্তত শুরুটা হলো তেমনই দাপুটে। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইয়াং টাইগ্রেসদের বিপক্ষে কোনো রকমে একশ পেরিয়েছে যুক্তরাষ্ট্রের ইনিংস।

বুধবার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে দিশা বিশ্বাসদের দারুণ বোলিংয়ের সামনে ৪ উইকেট হারিয়ে ১০৩ রানের মামুলি একটা সংগ্রহ পেয়েছে যুক্তরাষ্ট্র।

আগেই টানা জয়ে সুপার সিক্স নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করতে হলে প্রয়োজন ১০৪ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৮ রান। হাতে রয়েছে পাঁচ উইকেট।

এনবিএস/ওডে/সি