ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

মেঘালয়ে বিজেপির প্রক্সি সরকার চলছে, আসল কলকাঠি নাড়ছে দিল্লি: মমতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম

মেঘালয়ে বিজেপির প্রক্সি সরকার চলছে, আসল কলকাঠি নাড়ছে দিল্লি: মমতা

মেঘালয়ে বিজেপির প্রক্সি সরকার চলছে, আসল কলকাঠি নাড়ছে দিল্লি: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মেঘালয়ে বিজেপির প্রক্সি সরকার চলছে। আসল কলকাঠি নাড়ছে দিল্লি।

তিনি আজ (বুধবার) মেঘালয়ে দলীয় একটি কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মেঘালয়ে এনপিপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। মুখ্যমন্ত্রী রয়েছেন এনপিপির কনরাড সাংমা। মমতা বলেন, ‘বিজেপি মেঘালয়ে অপশাসন চালাচ্ছে। নির্বাচনের আগে বিজেপি ডাবল ইঞ্জিনের (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) কথা বলেছিল। এখন দেখা যাচ্ছে এটা ডাবল মুখোশ।’

তার অভিযোগ- মানুষের জন্য কিছুই করেনি মেঘালয় সরকার। কেন বিজেপি ক্ষমতায় থাকার এতদিন পরেও বেকারের সংখ্যা এত বেশি?  দেশে যেখানে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, সেখানে বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান হয়েছে।   

মমতা বলেন, ‘মেঘালয়ে দিল্লি এবং অসমের প্রক্সি সরকার চলছে। বিজেপির প্রক্সি সরকার চলছে। কেন গুয়াহাটি থেকে মেঘালয়কে শাসন করা হবে?  মমতা বলেন, ‘মেঘালয়ে যে সরকার রয়েছে তারা ভয় পেয়েছে। যে ভয় পায় সে মরে যায়। ওরা জয়ী হতে পারবে না। জিতবেও না।’

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমার দল এনপিপি, বিজেপি নেতৃত্বাধীন উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন দলের জোট ‘নেডা’র সদস্য। এই ‘নেডা’র তত্ত্বাবধান করেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বিরোধীদের অভিযোগ- কার্যত তার অঙ্গুলিহেলনেই চলে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের  সরকার। দিল্লি এবং অসমের গুয়াহাটির প্রসঙ্গ উল্লেখ করে মমতা সে দিকেই কটাক্ষ করতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।   

মমতা ঘোষণা করেন, ‘তৃণমূল ক্ষমতায় এলে এখানে শুধু মেঘালয়ের মানুষ শাসন করবে। মেঘালয়ের জন্য মেঘালয়ের মানুষের দ্বারা নির্বাচিত সরকার হবে। মেঘালয়ের ভবিষ্যতের জন্য আপনাদের কারও কাছে মাথা নত করতে হবে না’  বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বিজেপি-এনপিপি সরকারের তীব্র সমালোচনা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, গত ৫ বছরে মেঘালয়ে কোনও উন্নয়ন করেনি বিজেপি-এনপিপি সরকার। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সমস্ত দিক থেকে মেঘালয় পিছিয়ে গেছে। সাধারণ মানুষকে লুট করেছে ডাবল    ইঞ্জিনের সরকার। এই পরিস্থিতি থেকে মেঘালয়ে সোনালি দিন ফেরাতে পারে একমাত্র তৃণমূল’ বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
খবর পার্স টুড/এনবিএস/২০২৩/একে