ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১
Logo
logo

অনলাইন প্রতারণার শিকার আইসিসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম

অনলাইন প্রতারণার শিকার আইসিসি

 অনলাইন প্রতারণার শিকার আইসিসি

অনলাইন প্রতারণার শিকার হয়ে বড় অঙ্কের টাকা খোয়ালো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সংস্থাটির হিসাব মতে ২৫ কোটি টাকার খোয়া গেছে। এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও এ ব্যাপারে কিছুই জানায়নি আইসিসি।

ক্রিকবাজ জানায়, বেশ কয়েক দিন ধরে এই ২৫ কোটি টাকা সরানো হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছেন আইসিসির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)। প্রাথমিক তদন্তে জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সূত্র আইসিসির অর্থ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ২৫ কোটি টাকা সরিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর আলোচনা শুরু করেছে আইসিসি কর্তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংলিশ ক্রিকেট বোর্ডের কাছে এই অঙ্ক বড় কিছু না। কিন্তু আইসিসির কয়েকটি পূর্ণ সদস্য দেশের জন্য এটি অনেক বড় অঙ্ক।

নেদারল্যান্ডস, নামিবিয়ার মতো সহযোগী সদস্যরা এক বছরে আইসিসির কাছ থেকে এই ২৫ কোটি টাকা অর্থ পেয়ে থাকে।

এনবিএস/ওডে/সি